সোনিয়া গান্ধীর প্রতিবেশী হতে চলেছেন রামনাথ কোবিন্দ

author-image
Harmeet
New Update
সোনিয়া গান্ধীর প্রতিবেশী হতে চলেছেন রামনাথ কোবিন্দ

নিজস্ব সংবাদদাতা : রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের কার্যকাল শেষের পথে। নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে সামনেই রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। এরই মধ্যে জানা গেল রামনাথ কোবিন্দের নতুন ঠিকানার কথা। প্রাক্তন রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পর কোবিন্দের নতুন ঠিকানা হবে ১২ জনপথ বাংলো। ১০ নম্বর বাংলোটি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ঠিকানা। ২৫ জুলাই রাষ্ট্রপতি ভবন ছেড়ে নতুন ঠিকানায় কোবিন্দের গৃহপ্রবেশ হবে বলে মনে করা হচ্ছে। ফলে কংগ্রেস নেত্রীর প্রতিবেশী হতে চলেছেন রামনাথ কোবিন্দ। 






এদিকে ১২ জনপথ বাংলোটি দুই দশকেরও বেশি সময় ধরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসওয়ানের দখলে ছিল এবং তার মৃত্যুর পরে তার ছেলে চিরাগ পাসওয়ান এটি দখল করেছিলেন। তবে কোবিন্দের এই সরকারি বাংলোতে প্রবেশ করার আগে বেশ কিছু সংস্কার করা হচ্ছে বাংলোটিতে। তার মেয়ের তদারকিতে চলছে সেই কাজ।