নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ ভূমিকম্পের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগানিস্তানের একাংশ। এই পরিস্থিতিতে এবার আফগানিস্তানের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত রকম ত্রাণ সামগ্রী খুব শীঘ্রই আফগানিস্তানে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পের খবরে গভীরভাবে দুঃখিত। মূল্যবান জীবনের ক্ষতির জন্য আমার গভীর সমবেদনা। ভারত আফগানিস্তানের কঠিন সময়ে আফগানিস্তানের জনগণের পাশে দাঁড়াবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত দুর্যোগ ত্রাণ সামগ্রী সরবরাহ করতে প্রস্তুত রয়েছি আমরা”।