বাড়িতে দুটি গোখরো সাপ ও ১৮ টি ডিম, মেদিনীপুরে এক ব্যক্তিকে গ্রেফতার করল বন দফতর

author-image
Harmeet
New Update
বাড়িতে দুটি গোখরো সাপ ও ১৮ টি ডিম, মেদিনীপুরে এক ব্যক্তিকে গ্রেফতার করল বন দফতর

দিগ্বিজয় মাহালিঃ বেআইনিভাবে বাড়িতে সাপ রাখায় এক ব্যক্তিকে গ্রেফতার করল বন দফতর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর সংলগ্ন আবাসের ভালুকখুলিয়া এলাকায়। স্থানীয়দের কাছে বন দফতর জানতে পেরেছিল ওই ব্যক্তি সাপ ধরে বাড়িতে রেখেছেন। সাপ খেলা দেখিয়ে রোজগার বা অন্য কোনও উদ্দেশ্য ছিল তার। সাপগুলি বিষধর গোখরো বলে জানান বন দফতরের কর্মীরা।



 মেদিনীপুর বনবিভাগের কর্মীরা বুধবার বিকালে তার বাড়িতে হানা দেয়। বাড়ি থেকে ঝুড়ির ভিতরে রাখা গোখরো সাপ ও সাপের ডিম উদ্ধার করে। গ্রেফতার করা হয় তাকে। ধৃত ব্যক্তির নাম বনমালী লায়েক। ধৃতের কাছ থেকে দুটি গোখরো সাপ ও ১৮ টি সাপের ডিম উদ্ধার করেছে বন দফতর। পরে বনমালীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তাকে মেদিনীপুর আদালতে তোলা হবে।