Padma Setu: নাশকতা এড়াতে ব্রিজ পরিদর্শনে র‍্যাব

author-image
Harmeet
New Update
Padma Setu: নাশকতা এড়াতে ব্রিজ পরিদর্শনে র‍্যাব

হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে বহুল আলোচিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন। বাংলাদেশে শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সেতুর উদ্বোধন ঘিরে কেউ যাতে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করতে না পারে সেজন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।



বুধবার পদ্মা সেতুর দুই প্রান্তে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং শরীয়তপুরের জাজিরা প্রান্তে পরিদর্শন শেষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এসময় তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা বা হামলা মোকাবিলায় সেতুর দুই প্রান্তেই র‌্যাবের স্পেশাল ফোর্সে কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে র‌্যাব এয়ার উইংয়ের হেলিকপ্টার।