নিজস্ব সংবাদদাতাঃ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের নেতা, বিধায়ক, সাংসদদের সঙ্গে কথা বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এদিন তিনি ভিডিও বার্তায় জানান, একটা বিধায়কও যদি বলেন যে এই মুখ্যমন্ত্রীর পদের জন্য আমি যোগ্য নই তাহলে আমি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে প্রস্তুত। এটা সংখ্যার বিষয় নয়, বরং কতজন আমার বিপক্ষে তা নিয়ে। এমনকি একজন ব্যক্তি বা বিধায়কও যদি আমার বিরুদ্ধে থাকেন তবে আমি চলে যাব। একজন বিধায়কও যদি আমার বিপক্ষে থাকেন, তাহলে তা আমার জন্য খুবই লজ্জাজনক। আমার ইস্তফাপত্র তৈরি।'