নিজস্ব সংবাদদাতা: পরপর ইডির অফিসে হাজিরা দিতে হয়েছিল রাহুল গান্ধীকে। ন্যাশানাল হেরাল্ড মামলায় সব মিলিয়ে প্রায় ৫৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদ সামলাতে হয়েছিল রাহুলকে। কিন্তু তিনি তাতে দমে যাননি। বরং বুধবার নয়াদিল্লি থেকে অগ্নিবর্ষণ করেছেন। বলেছেন, 'কংগ্রেসকে এভাবে দমিয়ে রাখা যাবে না। জিজ্ঞাসাবাদের সময় শুধু আমি ছিলাম না, গণতন্ত্রের জন্য যারা লড়ছেন তাঁরাও ছিলেন। পাঁচবার কেন যতবার খুশি জিজ্ঞাসা করুক। কংগ্রেস ভয় পায় না।'