'অসহায় মানুষ, অসমের মুখ্যমন্ত্রী ব্যস্ত দলের কাজে', কড়া আক্রমণ সায়নীর

author-image
Harmeet
New Update
'অসহায় মানুষ, অসমের মুখ্যমন্ত্রী ব্যস্ত দলের কাজে', কড়া আক্রমণ সায়নীর

নিজস্ব সংবাদদাতাঃ অসমের বন্যা পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ হচ্ছে। কমপক্ষে ৫৫ লক্ষ মানুষ জলের নীচে। এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বুধবার অসমের বন্যা পরিস্থিতি নিয়ে ট্যুইট করেন সায়নী ঘোষ। সেখানেই তিনি অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফুঁসে ওঠেন। সায়নী বলেন, "অসমের জন্য সবাই প্রার্থনা করুন। সেখানে ৫৫ লক্ষ মানুষ জলের নীচে। অথচ অসমের মুখ্যমন্ত্রী দলের মহা প্রচারক হয়ে ঘুরে বেড়াচ্ছেন। অসমের বন্যার জেরে মানুষ বিপর্যস্ত, ঘরবাড়ি ছেড়ে কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না। সেই সঙ্গে তাঁদের কাছে খাবারদাবার নেই। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এলাকা। ফলে জলের মধ্যে অন্ধকারে মানুষ জীবনযাপন করছেন বলে অভিযোগ করেন সায়নী ঘোষ।"