নিজস্ব প্রতিনিধি-১২৬ জনকে বহনকারী একটি বিমান মঙ্গলবার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেই বিমানে আগুন ধরে যায় ,যখন তার ল্যান্ডিং গিয়ার ভেঙে পড়ে, যদিও কোনো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।মায়ামি-ডেড এভিয়েশন ডিপার্টমেন্টের মুখপাত্র প্রেসকে একটি ইমেলে বলেছেন,
'ডোমিনিকান রিপাবলিকের সান্টো ডোমিঙ্গো থেকে আগত রেড এয়ারের একটি ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারের পতনের কারণে আগুন লেগেছে।'বিমানটিতে থাকা ১২৬ জনের মধ্যে তিনজনকে সামান্য আঘাতের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,এবং অন্যান্য যাত্রীদের বিমান থেকে বাসে করে টার্মিনালে নিয়ে যাওয়া হয়।