নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ বর্ষার আগে প্রচন্ড ভ্যাপসা গরমে আন্ত্রিক রোগের সম্ভাবনা দেখা দেয়। বিশেষত শিশুদের মধ্যে এই রোগের সম্ভাবনা বেশি থাকে। ডায়রিয়ার প্রকোপ থেকে রক্ষা পেতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে গ্রামে গ্রামে সচেতনতা শিবির।
মানুষকে সচেতন করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ও.আর.এস-র প্যাকেট বিলি করা শুরু করেছেন স্বাস্থ্য দপ্তরের এ.এন.এম ও আশা কর্মীরা। ২০ শে জুন থেকে শুরু হওয়া এই ডায়রিয়া নিয়ন্ত্রন কর্মসূচি ৫ ই জুলাই পর্যন্ত চলবে। দু'সপ্তাহ ধরে ব্লক স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে ডায়রিয়া রোগের কারণ, নিয়ন্ত্রণ ও প্রতিকার নিয়ে আলোচনা এবং সভা করছেন উপ-স্বাস্থ্য কেন্দ্রের দিদিমণি ও আশা কর্মীরা।
যে সমস্ত পরিবারে পাঁচ বছরের নিচে শিশুরা রয়েছে সেই সমস্ত পরিবারগুলোতে পর্যাপ্ত ও.আর.এস দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এর পাশাপাশি শিশুদের মায়েদের সাবান দিয়ে হাত ধোওয়ার পদ্ধতিও শেখানো হচ্ছে।