নিজস্ব প্রতিনিধি: আম আদমি পার্টি (আপ) নিয়ে কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর টুইট নিয়ে আজ পাঞ্জাবে নির্বাচনের মরসুমে তুমুল জল্পনা শুরু হয়েছে। আপ "সর্বদা রাজ্যে তার কাজকে স্বীকৃতি দিয়েছে এবং জানে কে রাজ্যের জন্য লড়াই করছে", তিনি টুইট করেন। সিধু অরবিন্দ কেজরীওয়ালের দলে যোগ নেওয়ার জন্যই এই প্রস্তুতি কি না তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।