আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স নিয়ে পড়তে বিদেশের সেরা বিশ্ববিদ্যালয়

author-image
Harmeet
New Update
আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স নিয়ে পড়তে বিদেশের সেরা বিশ্ববিদ্যালয়

নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি বিদেশের কোনও নামকরা বিশ্ববিদ্যালয় থেকে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স নিয়ে পড়তে চান ? তবে বুঝতে পারছেন না কোন বিশ্ববিদ্যালয় আপনার জন্য সেরা হবে ? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। 





Carnegie Mellon Ranked As Top Tech Transfer University In New Report





বিদেশে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স নিয়ে পড়তে অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে একটি 'কার্নেগী মেলন ইউনিভার্সিটি'। পেনসেলভিনিয়ার পিটার্সবার্গে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় গোটা বিশ্বের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে একটি। কার্নেগী মেলন ইউনিভার্সিটি বিশ্ব র‍্যাঙ্কিং হিসাবে ১ নম্বরে রয়েছে।





Why Carnegie Mellon University is making headlines - The Economic Times





খরচ- এই বিশ্ববিদ্যালয়ের টিউশন খরচ প্রায় ৭৭ হাজার ডলার। 

আরও বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন (http://cmu.edu/)।