নিজস্ব সংবাদদাতাঃ উৎক্ষেপণের আগেই ভেঙে পড়ল ব্রাহ্মস মিসাইল। জানা গিয়েছে, উড়িষ্যা রাজ্যের বালেশ্বরের উপকূলীয় এলাকা থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের পরই বিধ্বস্ত হয়েছে ক্ষেপণাস্ত্রটি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক থেকে এই খবর জানানো হয়েছে। আরও বলা হয়েছে, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রগুলো ভারতের সুপারসনিক ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত। সাধারণত ৩০০ কিলোমিটার দূরপাল্লার হয় এই ক্ষেপণাস্ত্রগুলো। সেই ক্ষমতা বাড়িয়ে ৪৫০ কিলোমিটার করার সিদ্ধান্ত নেয় ভারত। সোমবার উড়িষ্যার সমুদ্র উপকূলে সেই লক্ষ্যেই পরীক্ষামূলক উৎক্ষেপণ করার চেষ্টা করা হয়। কিন্তু উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়ে।