মহারাষ্ট্রে জারি হল কমলা সতর্কতা

author-image
Harmeet
New Update
মহারাষ্ট্রে জারি হল কমলা সতর্কতা

নিজস্ব সংবাদদাতাঃ ২২ জুন বুধবার মহারাষ্ট্রের রত্নাগিরি ও সিন্ধুদূর্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে মহারাষ্ট্রের এই দুই স্থানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।






 তাই যত শীঘ্র সম্ভব সুরক্ষার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে হাওয়া অফিসের তরফে। এছাড়াও আপনার এলাকার আবহাওয়ার সম্বন্ধে বিতারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন- (https://www.windy.com/?22.518,88.383,5)।