নিজস্ব সংবাদদাতাঃ চিনকে দমন করতে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল তাইওয়ান। সম্প্রতি ধারাবাহিক ভাবে তাইওয়ানের কৃষি ও মৎস্যজাত পণ্য আমদানি নিষিদ্ধি করেছে চিন। এবার চিনের সিদ্ধান্তের পাল্টা হিসাবে চিনকে দমন করতে চিনে সেমিকন্ডাক্টর চিপ রপ্তানি হ্রাস করার লক্ষ্যে তাইওয়ান।
জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠকে তাইওয়ানের নির্বাহী ইউয়ানের রাজনৈতিক সদস্য ডেং ঝেংঝাং এই প্রস্তাব করেছেন। বিশেষজ্ঞদের মতে, যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয় তাহলে চিনের স্মার্ট ফোন ও বৈদ্যতিক যানবাহনের ব্যবসায় বড়সড় প্রভাব পড়বে।