বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিকের দাবিতে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিকের দাবিতে বিক্ষোভ

হরি ঘোষ, দুর্গাপুর : বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিকের দাবিতে বিক্ষোভ দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়ত্ত HFCI কারখানার আবাসনের অবসরপ্রাপ্ত কর্মীদের। ২০০৪ সালে উৎপাদন বন্ধ হয় দুর্গাপুরের হিন্দুস্থান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডে। রাষ্ট্রায়ত্ত সংস্থাটি বন্ধ হয়ে যাওয়ায় বহু কর্মীকে স্থানান্তরিত করা হয়। এখনো ১৮০জন অবসরপ্রাপ্ত কর্মী তাদের পরিবার নিয়ে HFCI কলোনিতে বসবাস করেন। এই আবাসনগুলিতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করা হলে পরিষেবা স্বাভাবিক করছে না HFCI কলোনির দায়িত্বে থাকা আধিকারিকরা। মঙ্গলবার দুপুরে তাই বিদ্যুতের দাবিতে অবসরপ্রাপ্ত কর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা ওই আবাসনগুলির দায়িত্বে থাকা আধিকারিকের অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায়।




 অবসরপ্রাপ্ত কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের অভিযোগ, আবাসনগুলির দায়িত্বে থাকা আধিকারিক গৌতম বিশ্বাসকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি জানানো হলে তিনি দিল্লীতে যাওয়ার কথা জানাচ্ছেন। বসবাসের জন্য তাদের কাছ থেকে এককালীন ১ লক্ষ ৯৭ হাজার টাকা করে নেওয়া হয়। এখন আবাসনগুলির দায়িত্বে থাকা আধিকারিক গৌতম বিশ্বাস তাদের জানাচ্ছেন আবাসন ছেড়ে দেওয়ার কথা। অবসরপ্রাপ্ত কর্মীরা প্রশ্ন তুলছেন তারা কেন ছেড়ে দেবেন আবাসন? কোথায় যাবেন তারা? অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা না হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়। আবাসনের দায়িত্বে থাকা গৌতম বিশ্বাস জানান যে তার কিছু করার নেই। তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দেয় নিউটাউনশিপ থানার পুলিশ।