বেহাল রাস্তা নিয়ে সমস্যায় গ্রামবাসীরা

author-image
Harmeet
New Update
বেহাল রাস্তা নিয়ে সমস্যায় গ্রামবাসীরা

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম : দীর্ঘ প্রায় চার বছর ধরে রাস্তার বেহাল অবস্থা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের বেলিয়াবেড়া ৫ নম্বর অঞ্চলের বনডাহি এলাকায়। স্থানীয়দের বক্তব্য, বনডাহি এলাকায় মোট ৩ টি পাড়ার মোরাম রাস্তার বেহাল অবস্থা। বনডাহি এলাকার স্কুল পাড়া, সিং পাড়া ও মিস্ত্রি পাড়া নামে ৩ টি পাড়ার রাস্তা অধিকাংশই বেহাল। রাস্তায় ছোট-বড় খানাখন্দে ভর্তি। যার ফলে অসুবিধায় পড়ছেন এলাকার বাসিন্দারা। এলাকার সাধারণ মানুষ স্থানীয় পঞ্চায়েত কে লিখিতভাবে জানালেও কোনরূপ মেরামত করা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যদিও এ কথা স্বীকার করেছেন এলাকার পঞ্চায়েত সদস্যা সরস্বতী সিং। 





পঞ্চায়েতের বক্তব্য রাস্তাগুলো "দীর্ঘদিন ধরে বেহাল আছে গ্রামবাসীরা আমাকে লিখিত ভাবে জানিয়েছে আমি উপর মহলে লিখিতভাবে জানিয়েছি"। তবে স্থানীয়রা জানাচ্ছেন, সামনে বর্ষাকাল। যদি তার আগে রাস্তা মেরামত না করা হয় তাহলে দূর্ভোগে পড়তে হবে। ওই এলাকার বাসিন্দা দেবাশীষ পৈড়্যা বলেন, 'তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই রাস্তা নিয়ে প্রতিবাদ করা হচ্ছে। এখনও রাস্তা গুলো বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বেলিয়াবেড়া অঞ্চল প্রধানের কাছে রাস্তার অভিযোগ নিয়ে বার বার গিয়ে অফিসে দেখা পাওয়া যায়নি প্রধানের। স্থানীয় পঞ্চায়েত কে জানালে পঞ্চায়েত উপর মহলে জানাবে বলে বলা হয়। এইভাবে নাজেহাল পরিস্থিতির মধ্যে চলছে জনজীবন। রাস্তা মেরামতের কোন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি স্থানীয় প্রশাসনকে যার জন্য সমস্যায় পড়ছেন ওই এলাকার বাসিন্দারা।