নিজস্ব সংবাদদাতাঃ যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনিত করেছেন বিরোধীরা। এবার এই ইস্যুতে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, 'আমরা সম্মানিত যে যশবন্ত সিনহা ঐক্যবদ্ধ বিরোধীদের দ্বারা মনোনীত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের মতপার্থক্যকে দূরে সরিয়ে রাখতে হবে। আমাদের এমন কাউকে খুঁজে বের করতে হবে যিনি ভারতীয় সংবিধানের রক্ষক হিসেবে কাজ করবেন।'