হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দফতরের তরফে দুর্গাপুরের তথ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মী সহ নগর নিগমের কর্মীদের নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায় প্রাক্তন মেয়র, অপূর্ব মুখোপাধ্যায় সহ একাধিক মেয়র পারিষদ ও কাউন্সিলররা।
নগর নিগমের স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি জানান, প্রায় ৫০ জন এই রক্তদান শিবিরে রক্তদান করেছে।