বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা কবলিত এলাকা এবং বন্যার্ত মানুষের দুর্দশা সরেজমিন দেখতে সিলেটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ​মঙ্গলবার ঢাকা থেকে হেলিকপ্টারে করে তিনি রওনা হন। হেলিকপ্টার থেকে লো-ফ্লায়িং মোডে সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন। পরে সিলেট বিভাগের ভয়াবহ বন্যা পরিস্থিতি পর্যালোচনা এবং বন্যাদুর্গতদের পুনর্বাসন নিয়ে মঙ্গলবার সিলেট সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বন্যা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।











ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা দেওয়া হবে।এসময় বিভাগীয় ও জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বন্যাদুর্গত এলাকা নিয়ে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, সিলেট ও সুনামগঞ্জের ওপর দিয়ে বয়ে যাচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। দুই জেলার প্রায় ৮০ শতাংশ এলাকা তলিয়ে গেছে জলে। মঙ্গলবার পর্যন্ত জলবন্দি আছেন অন্তত ৪০ লাখ মানুষ। বন্যায় মারা গেছেন ১১ জন মানুষ। এছাড়া বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।