নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার রাজ্যপাল জগদীপ ধনকরের নিশানায় রাজ্য সরকার। এদিন রাজভবনে পৌঁছান বিজেপি বিধায়করা। মঙ্গলবার তিনি বলেন, 'বাংলায় ভোট পরবরতী সন্ত্রাস চলছে। সন্ত্রাস বন্ধে কোনও ব্যবস্থা নেয়নি এই রাজ্য সরকার। আমার আর্জি যে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ প্রশাসন। আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে। যারা ভাঙছে তাঁরা ভারতীয় নন। বাংলায় আজ গণতন্ত্র বিপন্ন। গত ২১ ফেব্রুয়ারি খোদ কলকাতা হাইকোর্ট বলে যে বাংলায় সিন্ডিকেট, মাফিয়া রাজ চলছে।'
এদিন শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ইস্যুতে রাজ্যকে নিশানা করে রাজ্যপাল বলেন, 'দুর্নীতির জন্য হাজার হাজার যুবক যুবতী আজ উপেক্ষিত। তালিকায় না থাকা সত্ত্বেও অনেককে চাকরি দেওয়া হয়েছে। আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসানোর চেষ্টা হচ্ছে। আইন ও সংবিধান মেনে ব্যবস্থা নেব। রাজ্য সরকার নতুন পদ তৈরি করার চেষ্টা চালাচ্ছে।'