নিজস্ব সংবাদদাতাঃ সমস্যার মুখে মহারাষ্ট্রের উদ্ধব সরকার। এমএলসি নির্বাচনে ক্রস-ভোটিংয়ের পরে মন্ত্রী এবং প্রবীণ শিবসেনা নেতা একনাথ শিন্ডে গুজরাটের সুরাটে রয়েছেন। এখানে মহারাষ্ট্র থেকে দিল্লি পর্যন্ত রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। এনসিপি-র সঙ্গে শিবসেনার জোট নিয়ে শিন্ডে বিরক্ত বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে শিন্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে শিবসেনা। তাঁকে পরিষদীয় দলের নেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে এবার মুখ খুললেন একনাথ শিন্ডে। তিনি বলেন, 'ক্ষমতার জন্য বিশ্বাসঘাতকতা করব না। আমরা বালাসাহেবের প্রকৃত শিবসৈনিক। বালসাহেব আমাদের হিন্দুত্ব শিখিয়েছেন। আমরা কখনোই ক্ষমতার জন্য প্রতারণা করব না। বালাসাহেবের চিন্তাভাবনা এবং ধরমবীর আনন্দ সাহেব আমাদের প্রতারণা করতে শেখায়নি।'