'গুরতর পরিস্থিতি'র মধ্যে জার্মানি

author-image
Harmeet
New Update
'গুরতর পরিস্থিতি'র মধ্যে জার্মানি

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার কারণে সমস্যার সম্মুখীন জার্মানি। পুতিনের দেশ কমিয়ে দিচ্ছে গ্যাস সরবরাহ। যার ফলে জার্মানিকে আরও বেশি করে কয়লার ওপর নির্ভর করতে হচ্ছে। 


'আমাদের অবশ্যই প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমাতে হবে এবং পরবর্তী শীতের জন্য গ্যাস স্টোরেজ সংক্রান্ত সুবিধাগুলি পূরণ করার জন্য কয়লা পোড়ানো বৃদ্ধি করতে হবে', অর্থমন্ত্রী রবার্ট হাবেক সম্প্রতি এই ঘোষণা করেছেন। 'পরিস্থিতি গুরুতর', বলে বিবৃতিতে উল্লেখ করেছেন হাবেক।