নিজস্ব সংবাদদাতাঃ
ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে সিটেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার জানিয়েছেন, সিবিআইকে এখনই এই মামলা হস্তান্তরের প্রয়োজন নেই। দ্রুত তদন্ত শেষে চার্জশিট পেশ করবে সিট।
এদিকে এই রায় শুনে আনিসের বাবা জানিয়েছেন, 'হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাবো।' উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আমতার ছাত্রনেতার মৃত্যু হয়। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে আনিসের পরিবার।