তৃণমূল ত্যাগ যশোবন্ত সিনহার, নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ টুইটারে

author-image
Harmeet
New Update
তৃণমূল ত্যাগ যশোবন্ত সিনহার, নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ টুইটারে

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা। তৃণমূলের সহ সভাপতি পদে ছিলেন তিনি। মঙ্গলবার দল ছাড়ার বার্তা দিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি টুইট করেছেন তিনি। তৃণমূল সুপ্রিমোর উদ্দেশ্যে টুইট বার্তায় লিখেছেন, “তৃণমূলে তিনি আমাকে যে সম্মান ও প্রতিপত্তি দিয়েছেন তার জন্য আমি মমতাজির কাছে কৃতজ্ঞ। এখন একটা সময় এসেছে যখন বৃহত্তর জাতীয় স্বার্থে আমাকে দল থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে। আমি নিশ্চিত যে তিনি এই পদক্ষেপটি অনুমোদন করেছেন।" রাষ্ট্রপতি নির্বাচনের মুখে যশবন্ত সিনহার তৃণমূল ত্যাগ নিয়ে বাড়ছে জল্পনা।


 

সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকের আগে সোমবার রাতে বাম ও কংগ্রেসের বিরোধী নেতারা এনসিপি প্রধান শরদ পাওয়ারের সাথে দেখা করেছেন। বৈঠকে পাওয়ার প্রেসিডেন্ট প্রার্থীর জন্য যোশবন্ত সিনহার নাম প্রস্তাব করেন। কংগ্রেস ও বাম নেতারা কোনো নাম প্রস্তাব করেননি।