বাউন্স করলো রাম মন্দির ট্রাস্টে দান করা ২২ কোটি টাকার চেক

author-image
Harmeet
New Update
বাউন্স করলো রাম মন্দির ট্রাস্টে দান করা ২২ কোটি টাকার চেক

নিজস্ব সংবাদদাতা : রাম মন্দির নির্মাণের জন্য চলছে ফান্ডিং। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাম মন্দির নির্মাণের জন্য মুক্তহস্তে দান করছেন ভক্তরা। এরই মাঝে ঘটলো বিপত্তি। বাউন্স করলো ট্রাস্টের ২২ কোটি টাকারও বেশি মূল্যের ১৫০০০ চেক। এমনই খবর বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে।কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদের জেলা ইউনিটগুলির তরফে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদানে এখনও পর্যন্ত ৩৪০০ কোটি টাকা প্রাপ্ত হয়েছে।প্রতিবেদনে বাউন্স হওয়া চেক সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে।













অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অফিস ম্যানেজার প্রকাশ গুপ্তা সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "এই ধরনের চেকগুলিকে আলাদা করে একটি দ্বিতীয় প্রতিবেদনও তৈরি করা হচ্ছে, যাতে আমরা বিভিন্ন কারণে বাউন্স হওয়া চেকগুলির সঠিক তথ্য পেতে পারি।বানান ভুল বা স্বাক্ষরের অমিল বা অন্য কোনো প্রযুক্তিগত কারণে অনেক চেক বাউন্স হয়ে থাকতে পারে। ক্ষুদ্র প্রযুক্তিগত কারণে বাউন্স হওয়া চেকগুলি আবার ব্যাঙ্কে উপস্থাপন করা হবে।"