ধুঁকছে পরিবহণ নিগম

author-image
Harmeet
New Update
ধুঁকছে পরিবহণ নিগম

নিজস্ব সংবাদদাতাঃ কোভিড-পূর্স্থিতিতে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ডিজ়েলের দাম ছিল  ৬৭ টাকার কিছু বেশি। এখন তা একশোর কাছাকাছি। শুধুমাত্র তেল কেনার খাতেই প্রায় ৪৯ শতাংশ বেশি টাকা খরচ হচ্ছে সরকারি পরিবহণ নিগমগুলির। তুলনায় ভাড়া না বাড়ায় ধুঁকছে পরিষেবা। বাস রক্ষণাবেক্ষণের জন্য পরিকল্পনা খাতে যে টাকা পাওয়া যায়, তা-ও দীর্ঘকাল বকেয়া। সব মিলিয়ে বাস রক্ষণাবেক্ষণ করতে গিয়ে নাভিশ্বাস উঠছে পরিবহণ দফতরের। কর্মী এবং আধিকারিকদের আক্ষেপ, গুরুত্বপূর্ণ যে রুটগুলিতে পর্যাপ্ত যাত্রী মেলে, সেই সব রুটে কড়া নজরদারির মধ্যে বাস চালিয়েও ক্ষতির বহর সামাল দেওয়া যাচ্ছে না।অতিমারি পর্বের আগে কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম (সিএসটিসি) ১৪০টি রুটে বাস চালাত। কমতে কমতে এখন সেই সংখ্যা ৯১-এ এসে ঠেকেছে। পুরনো ৮৭টি রুটের সঙ্গে চারটি নতুন রুটেও পরিষেবা শুরু করেছে তারা। অন্য দিকে, কলকাতা ট্রাম কোম্পানি (সিটিসি) ১৪৫টি রুটে বাস চালাত। এখন পুরনো ৮০টি রুট বাতিল করতে বাধ্য হয়েছে তারা। বাস চলছে আরও নতুন ১২টি রুটে। রাজ্য পরিবহণ নিগম পুরনো ৩৩টি রুট বাতিল করে তার বদলে আটটি নতুন রুটে বাস চালাচ্ছে। শহরে তিন সরকারি নিগম মিলিয়ে ৩২৯টি রুট থেকে কমে এখন বাস চলছে ২১২টি রুটে। ফলে, দৈনিক প্রায় ৬০০ বাস কম নামছে রাস্তায়।