রেসকিউ ওয়াটার ড্রোন কিনবে পুলিশ

author-image
Harmeet
New Update
রেসকিউ ওয়াটার ড্রোন কিনবে পুলিশ

নিজস্ব সংবাদদাতা:  নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে যাচ্ছেন এক জন। দূর থেকে সেই দৃশ্য দেখতে পেয়েই ওই ব্যক্তিকে বাঁচাতে দূর-নিয়ন্ত্রিত একটি যন্ত্র জলে ছেড়ে দিলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। কিছু ক্ষণের মধ্যেই সেই যন্ত্র, ‘রেসকিউ ওয়াটার ড্রোন’ বা ‘ক্রাফট’ পৌঁছে গেল ডুবন্ত সেই ব্যক্তির কাছে। তিনি কোনও মতে সেটি ধরে নিতেই টহলদারি দল ড্রোনটিকে রিমোট কন্ট্রোলের সাহায্যে টেনে নিয়ে এল পাড়ে। উদ্ধার করা হল ওই ব্যক্তিকে। বিদেশে এ ভাবে এমন যন্ত্রের সাহায্যে উদ্ধারকাজ চললেও কলকাতায় এর প্রচলন ছিল না। সূত্রের খবর, কলকাতা পুলিশ এ বার এই ‘রেসকিউ ওয়াটার ড্রোন’ কেনার সিদ্ধান্ত নিয়েছে।পুলিশকর্তারা জানিয়েছেন, দেশের এবং বিদেশের দু’টি সংস্থা ইতিমধ্যেই ওই যন্ত্রের মহড়া দিয়েছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সামনে। ডুবন্ত মানুষকে ওই ড্রোনের সাহায্যে কী ভাবে উদ্ধার করা সম্ভব, তা দেখানো হয়েছে। কী কী ধরনের পরিবেশে ওই ড্রোন কাজ করতে পারবে, তা-ও বুঝিয়ে বলা হয়েছে।