‘কাশ্মীর পাকিস্তানের বলেও তারা এই ঘটনার প্রতিবাদ করেনি’, মার্কিন প্রতিনিধির নজরেও ধরা পড়ল আসল বিষয়
'আজকের পর থেকে আপনাকে আর নেতা মানতে পারবো না', দিলীপকে কটাক্ষ তরুণজ্যোতি তিওয়ারির
BREAKING : দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ ! 'পার্টি এনডোর্স করে না' সাফ জানালেন সুকান্ত-শমীক
জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পোশাক নিয়ে এবার চরমতম বক্তব্য বিজেপি নেতার- জানুন একবার
অমিত শাহের কথা বলা হতেই বেরিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী- রাতের বড় খবর
BREAKING : পাক অধিকৃত কাশ্মীরে (POK) যাবতীয় বিমান চলাচল বাতিল ! ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান
সব অন্ধকার- আসাদুদ্দিন ওয়াইসি
জামিন পেয়েছেন চিন্ময় কৃষ্ণ, কিন্তু জেলমুক্তি এখনও এক সপ্তাহ দেরি, বলছে তারই আইনজীবী
BREAKING : আমেরিকার হয়ে এই নোংরা কাজ করেছে পাকিস্তান ! এবার পাকিস্তানকে কড়া বার্তা দিল আমেরিকা

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি থোড়াই কেয়ার! গাছ কেটে দেদার পাচার ডেবরায়,গ্রেফতার ২

author-image
Harmeet
New Update
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি থোড়াই কেয়ার! গাছ কেটে দেদার পাচার ডেবরায়,গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ গড়বেতায় গাছ পাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই। তবে তা অমান্য করেই দেদার চলছে গাছ পাচার। এমনই বেআইনিভাবে গাছ পাচারের অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গোলগ্রাম পঞ্চায়েত এলাকার অমরপুর মৌজায়। এই গাছ পাচার কাণ্ডে অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। স্থানীয় গ্রামবাসীর মারফত গাছ কাটার ভিডিও হাতে পেয়ে ডেবরা থানা ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ৮ নং গোলগ্রাম অঞ্চলের অঞ্চল প্রধান মামনি দোলুই ভূঁইয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে নেমে ওই এলাকার দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে ডেবরা থানার পুলিশ। ধৃতদের নাম বিমল সামন্ত ও চিন্ময় মাইতি। উদ্ধার হয়েছে পাচার হওয়া গাছ। এ ব্যাপারে গোলগ্রাম পঞ্চায়েতের প্রধান মামনি দোলোই ভূঁইয়া বলেন, "অমরপুর মৌজা এলাকার সরকারি জায়গায় বেশ কিছু গাছ রয়েছে। গত কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি গ্রাম পঞ্চায়েতে না জানিয়ে বেআইনি ভাবে গাছগুলো কেটে ফেলে পাচার করে। সেই খবর স্থানীয় পঞ্চায়েত মেম্বার নীলিমা কাজলি জানার পর অভিযুক্তদের বাধা দেয়।"

                     

তারপরেও পঞ্চায়েতের কোনও কথা না শুনে দেদার গাছ কেটে পাচার করা হয় বলে অভিযোগ। তারপর ডেবরা থানা ও বিডিওকে লিখিত অভিযোগ জানান অঞ্চল প্রধান। অপরদিকে এই ঘটনায় পুরো বিষয়টি খতিয়ে দেখছেন ডেবরা বিডিও সিঞ্জিনী সেনগুপ্ত ও ডেবরা থানার ওসি প্রনব পাত্র। এই ঘটনায় গতকাল দুজন গ্রেফতার হলেও বাকীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। কার নেতৃত্ব গাছ কাটা হয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখবে পুলিশ।