বরাকরে নিরাপত্তা রক্ষীদের উপর দুষ্কৃতী হামলায় ধৃত ১, উদ্ধার লুঠ হওয়া বন্দুক

author-image
Harmeet
New Update
বরাকরে নিরাপত্তা রক্ষীদের উপর দুষ্কৃতী হামলায় ধৃত ১, উদ্ধার লুঠ হওয়া বন্দুক

রাহুল পাশোয়ান, আসানসোলঃ বরাকরের রামনগরের বালি বাঙ্কারে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের হামলার ঘটনায় ঝাড়খণ্ডের টুন্ডি থেকে একজনকে গ্রেফতার করলো কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ। সোমবার সন্ধ্যায় কুলটি থানায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি। ধৃতের কাছ থেকে নিরাপত্তা রক্ষীর কাছ থেকে লুঠ করা বন্দুকটি উদ্ধার করেছে পুলিশ। প্রসঙ্গত গত ৫ জুন বরাকরের রামনগরের বালি বাঙ্কারে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের উপর একদল দুষ্কৃতী হামলা চালিয়েছিল।এক নিরাপত্তা রক্ষীকে মারধর করা হয়েছিল এবং আরেক জন নিরাপত্তা রক্ষীর কাছ থেকে তার বন্দুকটি লুঠ করেছিল দুষ্কৃতীরা। 

এই ঘটনার তদন্তে নেমে ১৪ দিনের মাথায় ঝাড়খণ্ডের টুন্ডি থেকে লালন বাসকি নামে একজন গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে লুঠ হওয়া বন্দুকটি উদ্ধার করা হয়েছে।