নিজস্ব সংবাদদাতাঃ সূত্রের খবর মে মাসে চিন একেবারে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল রাশিয়া থেকে কিনেছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জেরে যখন রাশিয়াকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করেছে পশ্চিমী দুনিয়া তখনই রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিল চিন। পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত বছরের মে মাসের তুলনায় এবার অপরিশোধিত তেল কেনার পরিমাণ প্রায় ৫৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে চিন। মে মাসে একেবারে রেকর্ড পরিমাণ ৮.৪২ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল কিনেছে চিন। সৌদি আরবকে টপকে গিয়েও রাশিয়া থেকে অতিরিক্ত ক্রুড অয়েল কিনেছে চিন।
তবে শুধু জ্বালানি তেলই নয়, প্রাকৃতিক গ্যাস আমদানির পরিমাণও বাড়িয়ে দিয়েছে চিন। গত সপ্তাহে ব্লুমবার্গের রিপোর্ট বলছে জাহাজে করে রাশিয়ার তেল বর্তমানে এশিয়ার দিকে যাচ্ছে। তার বেশিরভাগই চিন ও ভারতের জন্য। এদিকে চিন আরও শক্তি সম্পদ রাশিয়ার থেকে কিনতে চাইছে।