নিজস্ব সংবাদদাতাঃ জার্মানির মিউনিখে রাশিয়ার একজন এমপি ও তার স্ত্রীর মালিকানাধীন তিনটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। সোমবার মিউনিখের পাবলিক প্রসিকিউটর বিষয়টি নিশ্চিত করেছেন। ওই রুশ এমপি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা তালিকায় ছিলেন বলে জানা গেছে। তিন ফ্ল্যাট ছাড়াও রুশ এমপি দম্পতির সঙ্গে সম্পর্কিত একটি ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। ওই অ্যাকাউন্টটিতে তাদের মালিকানাধীন ফ্ল্যাটগুলোর ভাড়া পরিশোধ করা হতো।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের আগের দিন ওই রুশ এমপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার থেকেই ফ্ল্যাটগুলো জব্দের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে বিদ্যমান ভাড়াটিয়াদের সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে ভাড়ার অর্থ বাড়িওয়ালাদের কাছে না করে মিউনিখের আদালতে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।