ইউক্রেনের শস্য রফতানিতে রুশ অবরোধ যুদ্ধাপরাধ: ইইউ

author-image
Harmeet
New Update
ইউক্রেনের শস্য রফতানিতে রুশ অবরোধ যুদ্ধাপরাধ: ইইউ

নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শস্য রফতানিতে রুশ অবরোধ যুদ্ধাপরাধ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের লাখ লাখ টন খাদ্যশস্য রফতানি আটকে দেওয়ার অভিযোগ করেন তিনি। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা রাশিয়াকে ইউক্রেনের বন্দর অবরোধ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। এটা অকল্পনীয়! কেউ কল্পনাও করতে পারে না যে, ইউক্রেনে লাখ লাখ টন গম অবরুদ্ধ অবস্থায় পড়ে থাকবে যখন বাকি বিশ্বের মানুষ ক্ষুধার্ত। জোসেপ বোরেল বলেন, ‘এটি একটি সত্যিকারের যুদ্ধাপরাধ। আমি কল্পনাও করতে পারি না যে এটি দীর্ঘস্থায়ী হবে।’

       

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, আগামী কয়েক দিনে তার দেশে হামলা আরও জোরালো করবে রাশিয়া। তিনি বলেন, "কিয়েভ ইইউ’র সদস্যপদ পেতে অপেক্ষা করছে। এর জেরে ইউক্রেনের ভূখণ্ডে আক্রমণের গতি বাড়াতে পারে মস্কো।" তিনি বলেন, ‘অবশ্যই এই সপ্তাহে রাশিয়ার কাছ থেকে শত্রুতামূলক কার্যকলাপের তীব্রতার আশঙ্কা করছি। শুধু ইউক্রেনকে নিয়েই নয়, অন্যান্য ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধেও। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা প্রস্তুত।’