নিজস্ব সংবাদদাতাঃ প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার দু’মাসের ব্যবধানেই এমানুয়েল মাক্রোঁর মুখের হাসি মিলিয়ে গেল। আইনসভার নির্বাচনে ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা হারালেন ফ্রান্সের প্রেসিডেন্ট। নির্বাচনে মাক্রোঁ বাহিনীকে হারিয়েছে সদ্য গঠিত বামপন্থী জোট। যার জেরে ফ্রান্সের প্রেসিডেন্ট বড়সড় ধাক্কা খেলেন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। ক্ষমতাসীন জোটের নির্বাচনে হারের জেরে সে দেশে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, ৫৭৭ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মাক্রোঁ জোটই সংখ্যাগরিষ্ঠতা গড়ার পথে ছিল। কিন্তু দ্বিতীয় দফার ভোটগণনার পর দেখা গিয়েছে, তারা পেয়েছে ২৪৫টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ছিল ২৮৯টি আসন।
এই পরিস্থিতিতে জয়ী দলগুলির সঙ্গে জোট বাঁধতে হবে, নয়তো নতুন জোটসঙ্গীকে খুঁজতে হবে মাক্রোঁকে। দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর মাক্রোঁ অবসরের বয়স বাড়ানো, কর ছাড়ের মতো একাধিক সিদ্ধান্ত কার্যকর করার কথা বলেছিলেন।