নিজস্ব সংবাদদাতাঃ ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে নিস্তার দিচ্ছে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ চতুর্থ দিন রাহুলকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর আগামিকালও তাঁকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠাল ইডি। এখনও পর্যন্ত মোট ৪০ ঘণ্টা জেরা করা হয়েছে কংগ্রেস সাংসদকে। এর মাঝে কংগ্রেস নেত্রী তথা তাঁর মা সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য ‘ব্রেক’ও দেওয়া হয়েছিল রাহুলকে।
সূত্র মারফত জানা গিয়েছে, রাহুল ইডিকে বলেছেন যে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের (এজেএল) কয়েকশো কোটি টাকার সম্পদ সংক্রান্ত লেনদেনের জন্য কংগ্রেসের প্রাক্তন কোষাধ্যক্ষ মোতিলাল ভোরা দায়ী ছিলেন।