হরি ঘোষ, দুর্গাপুর : সমকাজে সমবেতনের দাবিতে মঙ্গলবার থেকে সাফাই কাজ বন্ধ রেখে দুর্গাপুর পুরসভার বাইরে সত্যাগ্রহ আন্দোলনের হুঁশিয়ারি সাফাই কর্মীদের। দুর্গাপুর পুরসভার সাফাই কর্মীদের দীর্ঘদিনের দাবি সমকাজে সমবেতনের। ২০১৪ সাল থেকে সাফাই কর্মীরা ৩৪৪ টাকা মজুরির দাবিতে সোচ্চার হয়েছে। সাফাই কর্মীদের অভিযোগ, আসানসোল পুরসভার সাফাই কর্মীদের আসানসোল পুরসভা ৩১৭ টাকা করে সাফাই কর্মীদের মজুরি দিলেও দুর্গাপুর পৌরসভা সাফাই কর্মীদের মজুরি যায় ১৪৪ টাকা। দুর্মূল্য বাজারে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সাফাই কর্মীদের। এর আগেও একাধিকবার আই এন টি ইউ সির ছত্রছায়ায় আন্দোলনে নামতে দেখা গিয়েছে সাফাই কর্মীদের। সোমবারও আন্দোলনে নামেন সাফাই কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন আই এন টি ইউ সির রাজ্য সভাপতি কামরুজ্জামান কামার।আন্দোলন থেকেই সত্যাগ্রহ অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুর পুরসভার ৪৩টি ওয়ার্ডে সাফাই কাজ বন্ধের হুঁশিয়ারি দেয় সাফাই কর্মীরা।
আই এন টি ইউ সি-র জেলা সভাপতি সুভাষ সাহা সাফ জানিয়ে দেন যতদিন না পর্যন্ত সাফাই কর্মীদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এভাবেই সত্যাগ্রহ আন্দোলন চলবে। দুর্গাপুর পুরসভার মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, আই এন টি ইউ সি-র জেলা এবং রাজ্য নেতৃত্বে সাথে কথা বলেছেন। কাজ যাতে বন্ধ না হয় সেই অনুরোধে তিনি রেখেছেন বলে জানান। সাফাই কর্মীদের যাতে সমস্যার সমাধান হয় সেদিকেও তিনি নজর রাখবেন বলে জানান।