রাহুল পাসওয়ান, আসানসোল : গোয়ালা সমাজের পক্ষ থেকে আসানসোল উত্তর থানার লিখিত অভিযোগ জানানো হল। বাড়ি বাড়ি দুধ দিতে গিয়ে দুষ্কৃতীদের হামলায় আহত দুধ বিক্রেতা গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি। রবিবার সকালে এই ঘটনা ঘটে আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত রেলপারের ওকে রোড এলাকায়। অতর্কিতে কয়েক জন দুষ্কৃতী গলায় ও পেটে এলোপাতাড়ি ছুরি চালায় বলে অভিযোগ। দিলীপ যাদব নামে আহত ওই দুধ বিক্রেতাকে আসানসোল জেলা হাসপাতলে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় ।পরিবারের সদস্যদের দাবি তাকে প্রাণে মেরে ফেলার জন্য মুখে, গলায় ,পেট সহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়।
পরিবারের আরও অভিযোগ বেশ কয়েকটি বাড়িতে দুধ দেওয়ার দরুন বেশ কিছু টাকা পেত ওই দুধ বিক্রেতা সেই টাকা চাওয়াতে খুনের হুমকি দেয় গ্রাহকদের মধ্যে বেশ কয়েকজন।ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। সোমবার আসানসোল উত্তর থানায় গোয়ালা সমাজের পক্ষ থেকে ভার প্রাপ্ত আধিকারিকের সাথে দেখা করে এই ঘটনায় লিখতো অভিযোগ জমা দেওয়া হয়। সেই সঙ্গে এই অসামাজিক কাজ বন্ধ করার জন্য আবেদন জানায় গোয়ালা সমাজ।