পুকুর ভরাট করে বহুতল আবাসন নির্মাণকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর

author-image
Harmeet
New Update
পুকুর ভরাট করে বহুতল আবাসন নির্মাণকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর

হরি ঘোষ, আসানসোল : পুকুর ভরাট করে বহুতল আবাসন গড়ার ঘটনায় রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ আসানসোল পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডের রানিগঞ্জ সাহেবপাড়ায় সওকত খান নামে এক ব্যক্তি এই আবাসন গড়ে তুলছেন, পুকুর ভরাট করে। পুরসভার প্ল্যান পাশ না করিয়ে তিনি এই কাজ করে চলেছেন বলে অভিযোগ। বিজেপি কাউন্সিলর তথা আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারির অভিযোগ, 'আইন শুধু গরীবদের জন্য। অসাধু, অর্থবান মানুষদের জন্য আইন নেই। রানিগঞ্জে চুড়িপট্টি এলাকায় একটি অবৈধ নির্মাণ চলছে অথচ পুরসভার কোন হেলদোল নেই। অবৈধ নির্মাণ হলে নির্মাণ কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে'।


 রানিগঞ্জ দু নম্বর বোরোর অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ইন্দ্রজিত কোনার জানান, 'খবর পাওয়া মাত্রই কাজ বন্ধ করার নোটিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়েও নির্মানের কাজ বন্ধ করে দিয়েছে।' তিনি স্বীকার করে নেন যে, ওই নির্মানের কোন প্ল্যান পাশ নেই। এইধরনের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দারাই পুকুরের জল ব্যবহার করেন। পুকুর ভরাট করাটা বেআইনি। আজ নির্মাণ কাজ বন্ধ থাকলেও প্রায় দোতলা পর্যন্ত উঠে গেছে আবাসন। কিভাবে এটা সম্ভব হল তার কোন সদুত্তর দিতে পারেননি অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ইন্দ্রজিত কোনার। এ সম্পর্কে আসানসোলের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান, 'মানুষ সচেতন না হলে একটা পুকুর বা ফাঁকা জমি থাকবে না। এর আগেও আমরা রানিগঞ্জে বাড়ি ভেঙেছি। এবারও যদি অভিযোগ প্রমানিত হয় তাহলে আমাদের দলের লোক হলেও ছাড়া হবে না।'