নিজস্ব সংবাদদাতাঃ বেশিরভাগ মহিলাই সব প্রাকৃতিক উপাদানগুলি ব্যবহার না করে ভরসা রাখে বাজার চলতি হরেক রকমের কসমেটিক্সের উপরে। তাতে কেমিক্যালের মাত্রা এতটাই বেশি থাকে যে এই সব কসমেটিক্স দিনের পর দিন ব্যবহার করার কারণে স্বাভাবিকভাবেই ত্বকের বারোটা বেজে যায়। তাই পকেট খসিয়ে কসমেটিক্সের ব্যবহার না করে। এবার ত্বকের যত্নে কাজে লাগানো যাক নানা প্রাকৃতিক উপাদানকে। তাতে ত্বকের সৌন্দর্য তো বাড়বেই, সেই সঙ্গে স্কিনের কোনও ধরনের ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কাও আর থাকবে না। সেই সঙ্গে নানাবিধ ত্বকের সমস্যাও দেখবেন আর ধারে কাছে ঘেঁষতে পারবে না।
একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত ত্বকের পরিচর্যায় সৈন্ধব লবণ অথবা হিমালয়ান পিঙ্ক সল্টকে কাজে লাগালে ত্বকের সৌন্দর্য তো বাড়েই, সেই সঙ্গে ত্বকে জীবাণুসংক্রমণের আশঙ্কা, ব্রণ, ফুসকুড়ি আরও অনেক উপকার পাওয়া যায়। কারণ এই সব নুনে রয়েছে একাধিক উপকারী উপাদান, যেমন সালফার,ক্যালসিয়াম,সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন,পটাশিয়াম এবং ব্রোমাইন, যা ত্বকের ভিতরে প্রবেশ করে নানাবিধ সুফল মিলতে সময় লাগে না।