সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: নেপালী আদি কবি ভানুভক্তের ২০৭ তম জন্ম জয়ন্তী পালন করলো শিলিগুড়ি পৌর কর্পোরেশন। মঙ্গলবার শিলিগুড়ি জংশন এলাকায় ভানুভক্তের মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে এবং মালা পরিয়ে ২০৭ তম জন্মজয়ন্তী পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশন এর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ককে শংকর ঘোষ এবং নান্টু পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জন সরকার জানান "প্রতি বছরের মতো এবছর শিলিগুড়ি পৌর কর্পোরেশন এর পক্ষ থেকে নেপালী কবি ভানুভক্ত জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। নেপালী সমাজ এবং নেপালি সাহিত্যে বিরাট অবদান রয়েছে কবি ভানুভক্তের।উনি সকল স্তরের মানুষের মনে মনিকোঠায় থাকবেন।'