শহিদ দিবসের প্রচারে চন্দ্রকোনার বিধায়ক, শুনুন বিধায়কের বক্তব্য

author-image
Harmeet
New Update
শহিদ দিবসের প্রচারে চন্দ্রকোনার বিধায়ক, শুনুন বিধায়কের বক্তব্য

দিগ্বিজয় মাহালিঃ কোভিডের জেরে দু'বছর ভার্চুয়ালি ২১  জুলাইয়ের শহীদ দিবস পালন করেছে শাসকদল তৃণমূল। কোভিডের জেরে কলকাতার ধর্মতলায় শহীদ দিবসে একত্রিত হয়ে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য শোনার পরিবর্তে ব্লকে ব্লকে বড় পর্দায় চোখ রাখতে হয়েছে দলের নেতা-কর্মীদের। এই বছর ২১ জুলাইয়ের শহীদ স্মরণ ধর্মতলায় আয়োজিত হবে ইতিমধ্যে তার প্রস্তুতি বৈঠকও হয়েছে রাজ্য নেতৃত্বের তরফে। এই বছর কলকাতায় গিয়ে ২১ জুলাইয়ে শহীদ তর্পন ও দলের সুপ্রিমোর বার্তা শুনতে মুখিয়ে তৃণমূলের নিচুতলার নেতা কর্মীরা। সেইমত রবিবার রাতে বৃষ্টিকে উপেক্ষা করে হাতে রং-তুলি নিয়ে ২১ জুলাইয়ের সমর্থনে প্রচার শুরু করে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া । শুনুন বিধায়কের বক্তব্য-