রং-তুলি হাতে প্রচার শুরু করলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া

author-image
Harmeet
New Update
রং-তুলি হাতে প্রচার শুরু করলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া

দিগ্বিজয় মাহালিঃ কোভিডের জেরে দু'বছর ভার্চুয়ালি ২১  জুলাইয়ের শহীদ দিবস পালন করেছে শাসকদল তৃণমূল। কোভিডের জেরে কলকাতার ধর্মাতলায় শহীদ দিবসে একত্রিত হয়ে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য শোনার পরিবর্তে ব্লকে ব্লকে বড় পর্দায় চোখ রাখতে হয়েছে দলের নেতা-কর্মীদের। এই বছর ২১ জুলাইয়ের শহীদ স্মরণ ধর্মতলায় আয়োজিত হবে ইতিমধ্যে তার প্রস্তুতি বৈঠকও হয়েছে রাজ্য নেতৃত্বের তরফে। এই বছর কলকাতায় গিয়ে ২১ জুলাইয়ে শহীদ তর্পন ও দলের সুপ্রিমোর বার্তা শুনতে মুখিয়ে তৃণমূলের নিচুতলার নেতা কর্মীরা। সেইমত রবিবার রাতে বৃষ্টিকে উপেক্ষা করে হাতে রং-তুলি নিয়ে ২১ জুলাইয়ের সমর্থনে প্রচার শুরু করে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া । দলীয় কর্মীদের সাথে নিয়ে চন্দ্রকোনা পৌরসভার ৮ নং ওয়ার্ডের খেজুরডাঙ্গা এলাকায় অর্থাৎ বিধায়কের নিজের ওয়ার্ড থেকেই ২১ জুলাইয়ের প্রচার শুরু করলেন তিনি দেওয়াল লিখনের মধ্যে দিয়ে। বিধায়কের কথায়, “এই বছর ২১ জুলাই শহীদ দিবস পালনে ‘ধর্মতলা চলো'র ডাক দিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করা হল। চন্দ্রকোনা বিধানসভা এলাকা জুড়ে এই প্রচার চলবে। পাশাপাশি ব্লক ও বুথে বুথেও বৈঠক করে দলীয় কর্মী থেকে সাধারণ মানুষকে আহ্বান জানানো হবে শহীদ তর্পনের জন্য”।