নিজস্ব সংবাদদাতাঃ দেশের রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন 'কোভিশিল্ড' শেষ হয়ে গিয়েছে। ফলে বেশ কয়েকটি সরকারী টিকাকেন্দ্র আজ বন্ধ থাকবে। রবিবার থেকে শহরে ডোজ কম এবং সেই কারণেই সোমবার রাত ১০টা পর্যন্ত মাত্র ৩৬,৩১০ টি ডোজ দেওয়া যেতে পারে জানানো হয়েছিল প্রশাসনের তরফ থেকে। কিন্তু এখন ডোজগুলি পুরোপুরি শেষ হয়ে গেছে এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনও নতুন চালান নেই। অন্যান্য রাজ্যগুলিও ভ্যাকসিনের ঘাটতির সম্মুখীন হচ্ছে।