নিজস্ব সংবাদদাতাঃ অভিমুখ চব্বিশ। একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ থেকে তারই বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই রবিবার থেকে রাজ্যজুড়ে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। টার্গেট রাজ্যের সমস্ত দেওয়াল একুশে জুলাইয়ের স্লোগানে ভরিয়ে দেওয়া। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবারই দলীয় বৈঠক থেকে নির্দেশ দেন চব্বিশের কথা ভেবে রাজ্যের সমস্ত দেওয়াল লেখা শুরু করে দিতে হবে। সেই প্রক্রিয়াই শুরু করল তৃণমূল কংগ্রেস। মূলত যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে একুশে জুলাইয়ের সমাবেশ হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। রাজ্যজুড়ে একের পর এক জেলায় যুব তৃণমূলের উদ্যোগে প্রচার শুরু হয়ে গিয়েছে। তারই অন্যতম প্রক্রিয়া দেওয়াল লিখন। উত্তর কলকাতা যুব তৃণমূলের সভাপতি শান্তি কুণ্ডু এদিন থেকেই দেওয়াল লেখার কাজ শুরু করেছেন। তাঁর এলাকায় কলকাতা পুরসভার ৬০টি ওয়ার্ড পড়ছে। সেখানে একইসঙ্গে এই কাজ শুরু হয়েছে।