নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিষিদ্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। ভুয়ো খবরের মাধ্যমে হিংসা ছড়ানোর অভিযোগে অন্তত ১০ জনকে গ্রেফতারও করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও তৈরি করেছে।
ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতায় গত তিন দিন ধরে আগুন জ্বলছে দেশের অন্তত ১২ টি রাজ্যে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানতে পারে, বিহারের মতো কিছু রাজ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জমায়েত সংঘটিত করা হচ্ছে। সেই গ্রুপের মাধ্যমেই ছড়িয়ে পড়ছে অগ্নিপথ সম্পর্কিত বিভিন্ন ভুয়ো তথ্য ও খবর। যা দেখে আরও বিভ্রান্ত হচ্ছে যুব সমাজ। তারপরই তদন্ত করে ভুয়ো খবর ছড়ানো চলছে যে গ্রুপগুলো থেকে তা চিহ্নিত করে নিষিদ্ধ করে দেওয়া হয়। গ্রেফতার করা হয় অন্তত ১০ জনকে।