কাবুলের গুরুদ্বারে আইএস হামলা, শতাধিক শিখ ও হিন্দুর ই-ভিসা মঞ্জুর করল ভারত

author-image
Harmeet
New Update
কাবুলের গুরুদ্বারে আইএস হামলা, শতাধিক শিখ ও হিন্দুর ই-ভিসা মঞ্জুর করল ভারত

নিজস্ব সংবাদদাতাঃ কাবুলের গুরুদ্বারে জঙ্গি হানার প্রেক্ষিতে অগ্রাধিকারের ভিত্তিতে শতাধিক শিখ ও হিন্দু ধর্মাবলম্বীকে ই-ভিসা দিয়েছে ভারত সরকার। শনিবার কাবুলের বাগ-ই-বালা এলাকার কার্তে পারওয়ান গুরুদ্বারে জঙ্গি হামলায় এক শিখ-সহ দু’জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে চূর্ণবিচূর্ণ হয়েছে গোটা এলাকা। 

                 

এই হামলাকে কাপুরুষোচিত বলে অভিহিত করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার নিন্দা করে টুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। এই অবস্থায় সে দেশে বসবাসকারী শিখ ও হিন্দু নাগরিকদের ভারতে আনার জন্য ই-ভিসা মঞ্জুর করা শুরু করেছে মোদী সরকার। বিশ্ব পঞ্জাবী অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সভাপতি বিক্রম সাহানি এই খবর দিয়েছেন। ভারত সরকারের তরফে ভবিষ্যতেও এমন পদক্ষেপ করা হবে বলে তিনি দাবি করেছেন।