নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মেছো গ্রামে ডাক্তার সুমন কুমার ঘোষের তত্বাবধানে আয়োজিত হল ডায়াবেটিস সচেতনতা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। বর্তামানে দেখা যাচ্ছে ভারতে প্রতি ১০০ জনের মধ্যে ১১ জন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। আর এই ডায়াবেটিস থেকে সুস্থ ভাবে বাঁচতে কি কি পন্থা অবলম্বন করা প্রয়োজন এবিষয়ে এদিন সেমিনার করা হয়। পাশাপাশি এদিন ডাক্তার সুমন কুমার ঘোষের তত্বাবধানে এলাকার বহু ডায়াবেটিস আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়।
এলাকায় প্রায় ২০০ রোগী দেখেন ডাক্তার সুমন কুমার ঘোষ( MD)। এই সচেতনতা শিবিরের ফিতা কেটে উদ্বোধন করেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র। উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার আইসি আশীষ মজুমদার সহ বিশিষ্ট জন। ডাক্তার সুমন কুমার ঘোষ নিজের লেখা একটি বই উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের তুলে দেন। ডাক্তার সুমন কুমার ঘোষ করোনা কালে কোলাঘাট সহ বিভিন্ন জায়গায় দিনের পর দিন বিনামূল্যে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা করেছিলেন।