দিগ্বিজয় মাহালী, চন্দ্রকোনা : গ্রামের গুরুত্বপূর্ন ঢালাই রাস্তা নির্মাণের কাজে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে উত্তেজনা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতের বেড়াবেড়িয়া গ্রামে।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন ধরে গ্রামে একটি ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু কোন প্রকল্পের ঢালাই রাস্তা নির্মাণের কাজ চলছে জানে না কেউ। লাগানো নেই প্রকল্পের বোর্ড। গ্রামবাসীরা জানায়, কাজ শুরু হলে দেখা যায় রাস্তার কাজে ব্যবহৃত বালি ও গুটি একেবারে নিম্নমানের, সিমেন্টের পরিমানও কম দেওয়া হচ্ছে। রাস্তা ঢালাই যে পরিমাণে উচ্চতা হওয়ার কথা তা হচ্ছে না। এ বিষয়ে গ্রামের মানুষ ঠিকাদারি সংস্থা ও স্থানীয় শাসক দলের নেতা এমনকি ব্লক প্রশাসনে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, এইভাবে রাস্তা নির্মাণ করলে রাস্তা বেশিদিন টিকবে না। এই বিষয়ে ঠিকাদারি সংস্থার কর্মীদের জিজ্ঞাসা করলে তারা কোন উত্তর দিতে পারেননি। ঘটনায় স্থানীয় শাসকদলের কর্মীদের ঠিকাদারের সাথে যোগসাজশেরও অভিযোগ উঠতে শুরু করেছে। যদিও স্থানীয় এক তৃণমূল কর্মী তা অস্বীকার করেছেন। এবিষয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, 'বেড়াবেড়িয়া গ্রামে একটি রাস্তা হচ্ছে ঘাটাল বীরসিংহ উন্নয়ন পর্ষদের তহবিল থেকে, সেই রাস্তার কাছে একটা সমস্যা হচ্ছে আমরা শুনেছি। আমরা জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। ঠিকাদারি সংস্থাকেও ডেকে পাঠিয়েছি এখন দেখার, যেখানে রাস্তার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে সেইখানে প্রশাসন কী ব্যবস্থা নেয়।'