হুমায়ুন কবীরের মায়ের স্মৃতির উদ্দেশ্যে টুর্নামেন্ট ফাইনাল

author-image
Harmeet
New Update
হুমায়ুন কবীরের মায়ের স্মৃতির উদ্দেশ্যে টুর্নামেন্ট ফাইনাল

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: ডেবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীরের মায়ের স্মৃতির উদ্দেশ্যে জিন্নাতুল আরা স্মৃতি চ্যালেঞ্জ রানিং নক আউট ফুটবল প্রতিযোগিতার আজ অর্থাৎ রবিবার ফাইনাল ম্যাচ। এদিন গোলগ্রাম একাদশ-এর সাথে মাড়তলা একাদশের ম্যাচ হয়েছিল।

 



যেখানে গোলগ্রাম জয়লাভ করে। মন্ত্রী হুমায়ুন কবীরের উদ্যোগে ডেবরা বিধানসভার সমস্ত অঞ্চলগুলিকে নিয়ে এক মাস ধরে চলছিল এই ফুটবল প্রতিযোগিতা। এদিন বালিচক ভজহরি স্কুল মাঠে ফাইনাল ম্যাচ আয়োজন করা হয়েছিল।

 



উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ প্রসুন বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী সভাপতি রাধাকান্ত মাইতি, ডেবরা বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত, ডেবরা এস ডি পি ও গোবিন্দ সিকদার, সি আই কৃষ্ণেন্দু হোতা, ডেবরা ওসি প্রণব পাত্র, কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জী, প্রদীপ কর, সাংসদ প্রতিনিধ সীতেশ ধাড়া- সহ অন্যান্যরা।





আতসবাজি, ব্যান্ড সহযোগে ফাইন্যাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। মুলত এলাকার মানুষজনকে মাঠমুখী করতে মন্ত্রীর এই উদ্যোগ। আগামী দিনে ফুটবল কোচিং-এর উদ্যোগ নেবেন মন্ত্রী।