রাহুল পাসওয়ান, আসানসোল : দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আসানসোলের তালপুকুরিয়াতে এক কনভেনশন অনুষ্ঠিত হলো। আওয়াজ সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এই দ্বিতীয় কনভেনশন। উপস্থিত ছিলেন বাম নেতা ডঃ ফুয়াদ হালিম।
প্রসঙ্গত, দেশজুড়ে নূপুর শর্মার নবী সম্পর্কিত বিতর্কিত মন্তব্য এবং অগ্নিপথের বিরোধিতায় যে আন্দোলন হচ্ছে সেই নিয়ে আলোচনা করা হয়েছে এই কনভেনশনে। এর পাশাপাশি রাজ্যে যে বর্তমান পরিস্থিতি চলছে সেই বিষয়ে এই কনভেনশনে আলোচনা করা হয়েছে। এই কনভেনশনের মাধ্যমে উপস্থিত সকলকেই এই বিষয়ে অবগত করা হয়েছে।