ঠিক করা হল বিজেপির পঞ্চায়েত নির্বাচনের কৌশল

author-image
Harmeet
New Update
ঠিক করা হল বিজেপির পঞ্চায়েত নির্বাচনের কৌশল

বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়াঃ বাঁকুড়ার ধর্মশালায় বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার কার্যকারি সভা থেকে ঠিক করা হল আগামী পঞ্চায়েত নির্বাচনের কৌশল  । সেই সভায় বাঁকুড়া সাংগঠনিক জেলার সমস্ত মন্ডল সভাপতি ও বুথ সভাপতিদের পাশাপাশি উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানা। সেখানেই এদিন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কর্মীদের প্রতি বার্তা দেন, “গত পঞ্চায়েত নির্বাচনের মত নয়, এবার মনোনয়নে বাধা পেলে সেখানেই হিসাব-কিতাব বুঝে নিতে হবে”। সাংসদ এদিন বলেন, “গত পঞ্চায়েত নির্বাচনে কত ধানে কত চাল তা পুরুলিয়া,  ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় আমরা বুঝিয়ে দিয়েছিলাম। এবার কেউ মনোনয়ন আটকাতে এলে সেই বিপদে পড়বে”। সাংসদের এই বক্তব্যে কিছুটা হলেও উজ্জীবিত হয়েছে দলের নীচু তলার নেতৃত্বরা। তৃণমূলের দাবি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের মানুষ বুঝিয়ে দিয়েছেন তারা তৃণমূলের সাথে আছেন। এখন পায়ের তলায় মাটি খুঁজে না পেয়ে বিজেপি নেতারা হুমকি দিয়ে সংবাদমাধ্যমের নজর কাড়ার চেষ্টা করছেন। একাজে বিজেপি সফল হবেনা বলেই মত তৃণমূলের।